জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
তবে সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের তীব্রতা আরো বেড়েছে।
এদিকে মুরাদ নামের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সকালে ভবনটিতে তালা লাগানো ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙ্গে ভবনের ভেতরে প্রবেশ করে।
সদরঘাটের স্টেশন অফিসার বেলাল জানান, ছয় তলার বাথরুমের পাশের একটি রুমে কাগজ ছিল। সেখানেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএইচ/পিআর