রাবি শিক্ষক হত্যায় জেএমবি সদস্য গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জেএমবি সদস্য মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুলাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার বিকেলে তাকে রাজশাহী মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এরপর জেএমবি সদস্য আব্দুলাহ রাবি শিক্ষক হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাত ৮টায় আরএমপি পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাবি শিক্ষক হত্যার ঘটনায় জড়িত এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। মঙ্গলবার দুপুর ১২টায় আরএমপির সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর