ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সম্মেলন শুরু
বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের নবম সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এ সম্মেলন শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে আইইউসিআর এর সভাপতি অধ্যাপক ড. সান্টিয়াগো গার্সিয়া-গ্রান্ডা, সম্মেলন চেয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল হাসান, কো-চেয়ার অধ্যাপক ড. জীবন পোদ্দার, সায়েন্টিফিক সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাসিত এবং সম্মেলনের সম্পাদক অধ্যাপক ড. এম. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
- আরও পড়ুন>>>
- মধুর ক্যান্টিনে পুনরায় পত্রিকা চালু
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এই সম্মেলনে জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ বিভিন্ন ডিসিপ্লিনের বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন। এই বিজ্ঞানীরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দুদিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে বিজ্ঞানীরা দেড় শতাধিক গবেষণা প্রবন্ধের সারাংশ উপস্থাপন করবেন।
এমএইচএ/এসআইটি/এএসএম