বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ মে ২০১৬

শিক্ষখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষা বাঁচাও আন্দোলন। সোমবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে এক সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা স্মারকলিপি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে পুলিশ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে অর্থমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের সুযোগ দেয়।

প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, উদচী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকি আক্তার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম এবং নন-এমপিওভুক্ত শিক্ষকদের একজন প্রতিনিধি।

শাহবাগের সমাবেশে বক্তারা দেশে দক্ষ মানব সম্পদ গড়া এবং সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন করতে সরকারকে আগামী জাতীয় বাজেটের ১৬ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে আগামীতে প্রতি অর্থবছরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ৩ পার্সেন্ট পয়েন্ট বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের মধ্যে এখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দেরও দাবি জানান।

এমএইচ/এমএমজেড/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।