‌‌৪ শিক্ষককে তালাবদ্ধ করলেন ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান গ্রহণ ও স্বৈরাচারের সরকারের পক্ষে বিভিন্ন সময়ে ন্যক্কারজনক অবস্থানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪ শিক্ষককে বয়কট করেন শিক্ষার্থীরা।

এসব শিক্ষক পুনরায় একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অবস্থান নেওয়ায় অফিস কক্ষে তাদের তালাবদ্ধ করে রেখেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

বয়কট হওয়া শিক্ষকদের তালাবদ্ধ করলেন শিক্ষার্থীরা

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাদের তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। বয়কট হওয়া শিক্ষকরা হলেন অধ্যাপক ড. রহমতুল্লাহ, অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী, আজহার উদ্দিন ভুইঁয়া এবং শাহরিমা তানজিম অর্ণি।

এমএইচএ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।