শাবিপ্রবি

ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল কর্মীর পোস্ট, পরে ভুল স্বীকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন শেখ ফাকাব্বির নামের এক ছাত্রদলকর্মী। বিষয়টি স্বীকার করে পরে পোস্টটি তুলে নেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে এরকম কোনো ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াবেন না বলে অঙ্গীকার করেছেন ওই ছাত্রদলকর্মী।

ফাকাব্বির নিজেকে খুলনা সিটি কলেজ ছাত্রদলের ১ নম্বর সদস্য (সাবেক) বলে দাবি করেছেন। বর্তমানে তিনি শাবি ছাত্রদলের পদপ্রত্যাশী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের কর্মী বলে জানা গেছে।

ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি মেসে থাকেন।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে সৃষ্ট ঝামেলার জেরে এ পোস্ট করেন তিনি। পোস্টে ‘শিবিরের পোলাপান তাকে কক্ষে আটকিয়ে কুপিয়ে জখম’ করার অভিযোগ করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ফাকাব্বির এবং ওই রুমের শিক্ষার্থীদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ফাকাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অভন্তরীণ গ্রুপে আরেকটি পোস্ট দেন এবং পূর্বে ছাত্রশিবিরকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পোস্ট দিয়েছেন বলে জানান।

শেখ ফাকাব্বির ফেসবুকে প্রথম পোস্টে অভিযোগ করেন, আমি সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। হলে মেসের টাকা নিতে গেলে শিবিরের ছেলেপেলে আমাকে কুপিয়ে জখম করে এবং এলোপাতাড়ি মারধর করে রুমে আটকিয়ে রাখে।

পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শিবিরকে জড়িয়ে আমি যে পোস্ট করেছি তা সম্পূর্ণ মিথ্যা। এখানে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা ছিল না এবং নির্যাতনও করা হয়নি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি পোস্টটি করেছি। আমি এটা ছাত্রশিবিরকে সবার সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য করেছি। অতএব, পোস্টটি আমি তুলে নিচ্ছি। আমি ভবিষ্যতে এরকম কোনো ভিত্তিহীন সংবাদ কোনো সামাজিক মাধ্যমে ছড়াবো না। ভবিষ্যতে এরকম করবো না বলে অঙ্গীকার করছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা নাঈম সরকার বলেন, ‘ফাকাব্বির আমার পূর্ব পরিচিত। সে আমাকে কল দিয়ে বলেছে, ভাই শিবিরের পোলাপান আমাকে মারছে ও আটকিয়ে রাখছে। তখন তাকে আমি বলেছি, আমি এখন সিলেটে নেই। তুই তোর বন্ধু-বান্ধবদের খবর দে। তখন সে আমাকে ফেসবুকে পোস্ট দেবে কি না বলে। আমি তাকে তার আত্মরক্ষার জন্য পোস্ট দিতে বলেছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘ছাত্রশিবির জড়িত বিষয়ে ছেলেটি যে অভিযোগ করেছে সেই অভিযোগ সে তুলে নিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের কাজ চলছে।’

নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।