ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের ভোটে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ইউসুব আলী সেক্রেটারি মনোনীত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে সদস্য সমাবেশে নির্বাচন সম্পন্ন হয়। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি ঘোষণা করেন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করে নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক ও ফাউন্ডেশন সম্পাদকের দায়িত্বপালন করেছেন।

সেক্রেটারি ইউসুফ আলী ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মুনজুরুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।