১৬ বছর পর রাবিতে ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ছাত্র শিবিরের সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে।

উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কুরআন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ছাত্র শিবিরের সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে

স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে। আশা করছি প্রতি বছর এমন উৎসব আয়োজন হবে।

এ বিষয়ে রাবি ছাত্র শিবিরের সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ১৫-১৬ বছর আমরা এসব শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের সুন্দর প্রকাশনা ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।