ইসলামী বিশ্ববিদ্যালয়
নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার দাবিতে প্রশাসন ভবনে তালা
গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে প্রশাসন ভবনের ফটকে তালা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ে।
এসময় শিক্ষার্থীরা আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে স্লোগান দেয়।
একপর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোববার (৫ জানুয়ারি) বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর ভবনের তালা খুলে দেওয়া হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ভাইস চ্যান্সেলর আজ ক্যাম্পাসে নেই। তিনি কাল অফিস করবেন। কাল বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। সবার সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
মুনজুরুল ইসলাম/এএইচ/এএসএম