ঢাবির আইএমএল অ্যালামনাইয়ের সভাপতি আনছারুল সম্পাদক বিপুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫
মোহাম্মদ আনছারুল আলম ও বিপুল চন্দ্র দেবনাথ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) অ্যালামনাইয়ের চতুর্থ বার্ষিক সভায় জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ সময়কাল পর্যন্ত দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি আনছারুল আলম ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সম্পাদক বিপুল ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, যুগ্ম-সম্পাদক খালেদ মোহাম্মদ ফয়সাল আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তরসম্পাদক তারেকুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক অঞ্জয় রঞ্জন দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সজল আহমেদ, অয়ন বসাক এবং ময়ূরী রাণী দে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও বিভিন্ন ভাষা ও সংস্কৃতিবিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ২০২০ সাল থেকে যাত্রা শুরু করে আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এমএইচএ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।