বাকৃবি টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আওয়াল, সম্পাদক খালিদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) টাঙ্গাইল জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল সভাপতি ও কৃষি অনুষদের শিক্ষার্থী খালিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সভায় দুই বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. মাহমুদ হোসেন সুমন (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ), কৃষিবিদ মো. সারোয়ার হোসেন (ডেপুটি কন্ট্রোলার) ও ড. মো. ফরহাদুল ইসলাম মানিক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা) এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।