শেকৃবিতে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
কেন্দ্রীয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ‌‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর-দৃপ্ত প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প’- প্রতিপাদ্যে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শেকৃবির কেন্দ্রীয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

এসময় শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যা ৬টায় নারী শিক্ষার্থীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা ৭টায় শিক্ষকদের এবং ৮টায় ছেলেদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

এ বিষয়ে শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যেহেতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, এ কারণে শিক্ষার্থীর কো-কারিকুলাম কার্যক্রমে খুব কমই অংশগ্রহণ করেন। এই প্রতিবন্ধকতা দূর করার জন্যই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, টুর্নামেন্টের একটি অংশে শিক্ষকদের জন্য খেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষ্যধ্যক মো. আবুল বাশার। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-পরার্শমকসহ বিভিন্ন হলের প্রভোস্টরা।

সাইদ আহম্মদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।