থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও সাউন্ড বক্স নিষিদ্ধ বেরোবিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সব শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে এই সময়ে ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও যদি কোনো বহিরাগত ধরা পড়ে, তাহলে তাকে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে তিন দিনের জেল দেওয়া হবে। তদুপরি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো শিক্ষার্থী আতশবাজি বা সাউন্ড বক্স বাজায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

ফারহান সাদিক সাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।