ইসলামী বিশ্ববিদ্যালয়

শ্রমিকদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণশ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণশ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কার্যক্রম চালায় সংগঠনটি।

শ্রমিকদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

এসময় ইবির সমন্বয়ক এস এম সুইট, নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে চলমান মেগাপ্রকল্পের নির্মাণশ্রমিক ও নির্মাণকাজ সংশ্লিষ্টদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শ্রমিকদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘কুষ্টিয়া অঞ্চলে তুলনামূলক শীত বেশি থাকে। শীতে নির্মাণশ্রমিকরা কষ্ট করেন। অনেকদিন থেকেই আমরা ভাবছিলাম তাদের জন্য কিছু করতে। সেই চিন্তা থেকে আমাদের এই কার্যক্রম।’

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।