শিক্ষার্থীদের আন্দোলন থেকে ক্লাসে ফিরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৪ মে ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আপনি বিচার অবশ্যই দেখতে পাবেন। আমরা অপরাধীকে বের করবোই। তদন্তের খুব কাছাকাছি এসে গেছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে এখন কিছু বলতে চাচ্ছি না।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে দুর্বৃত্তদের হাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভিকে উদ্দেশ্য করে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি রাজশাহীবাসীর নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সারা রাজশাহীতে আমি দৃশ্যমান পুলিশের টহল বৃদ্ধি করে দেব। আপনারা যে ভয়-আতঙ্কে আছেন, সে জায়গাটি আমি দূর করার চেষ্টা করবো। আপনারা দেখতে পাবেন নিরাপত্তা বাহিনী আপনাদের পাশে আছে।

সরকার, অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো হত্যাকাণ্ডকেই সামান্য হিসেবে দেখি না। অধ্যাপক রেজাউল করিমকে যারা হত্যা করছেন, তাদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবো।

অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের এই আন্দোলন তুলে নেন। ক্লাসে ফিরে যান। এর বিচার অবশ্যই হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পার হয়ে গেছে, আমরা তদন্তের খুব কাছাকাছি এসে গেছি, আমরা দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

এছাড়াও এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পদক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আজম শান্তনু, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার ও নিহত অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি সভায় বক্তব্য রাখেন।

সমাবেশে প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।