রাবিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিটের রেজিস্ট্রেশন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিটের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০-১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সামিটে দেশের যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।ন

দেশের ৭০টি ক্যাম্পাসে রেজিস্ট্রেশন চলছে। অংশগ্রহণ করতে ইচ্ছুকপ্রার্থীরা দুজনের টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি প্রতি টিমের জন্য ২০০০ টাকা।

দুদিন ব্যাপী এ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য থাকছে খাবার ও যাবতীয় লজিস্টিক সুবিধা, ইভেন্ট কিট (কাস্টমাইজড জুট ফাইল, চাবির রিং, নোটপ্যাড, কলম)।

আগ্রহী প্রার্থীরা ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের বুথ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

লিডারশিপ ডেভলপমেন্ট, সোশ্যল ইম্পেক্ট, নেটওয়ার্কিং অ্যান্ড কোলাভরেশন, ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রেনরশিপ এবং এম্পাওয়ারমেন্ট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট ইয়ুথ লিডারশিপ তৈরি করা সংগঠনটির উদ্দেশ্য।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।