মাইলস্টোন কলেজে বিজয় দিবস উদযাপন
৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। দিনটি উদযাপন উপলক্ষে কলেজের কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ।
উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
এরপর বিশাল মাঠজুড়ে প্রদর্শিত হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেন মাইলস্টোন কলেজ বিএনসিসি, গার্ল গাইডস ও রোভার স্কাউট সদস্যরা।
এদিন কলেজের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।
এরপর দেশাত্মবোধক গান পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। বিজয়ের দিনটিকে আরও আনন্দময় করে রাখতে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেন কলেজের মূল ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাস দল।
ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ, পরিচালক ও শিক্ষক-শিক্ষিকারা।
বিএ/এমএস