লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

নানান কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অস্থায়ী ক্যাম্পাসের ফটক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শেষ হয়।

স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান অনুষদের ডিন মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শহিদুল ইসলাম, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং প্রক্টর সাব্বির হাসান চৌধুরী, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রমজান আলী এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বজিৎ দাস।

উপাচার্যের একান্ত সচিব মো. ইমাম মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নতুন প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।