ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় না আসে: বাকৃবি উপাচার্য
ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, আজ বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক দিন। ৫৩ বছর আগে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছি সে বিজয় আমাদের জন্যে আনন্দের, গর্বের ও শ্রদ্ধার। একই সঙ্গে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্যে যে সমস্ত ছাত্র-জনতা নিজের জীবন অকাতরে বিসর্জন দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস