চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে র‍্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল গিয়ে শেষ হয়।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ (হৃদয়) বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অনেকে ৭১ এর মূল চেতনাকে খাটো করে দেখছেন। যেটা কোনোভাবে কাম্য নয়। স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি আর জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। তাই দুটির তাৎপর্য ভিন্ন, কোনোটি ছোট করে দেখার অবকাশ নেই।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।