২১ মাস পর চালু হলো ইবির ক্যাফেটেরিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ প্রায় ২১ মাস পর চালু হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে ক্যাফেটেরিয়ায় বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি শুরু হয়।

দীর্ঘদিন পর ক্যাফেটেরিয়া খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। একইসঙ্গে ক্যাফেটেরিয়া সংশ্লিষ্টদের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন।

২১ মাস পর চালু হলো ইবির ক্যাফেটেরিয়া

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো।’

এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

পরিচালনার জন্য বিক্রয় প্রতিষ্ঠান না পাওয়ায় দীর্ঘদিন ক্যাফেটেরিয়া বন্ধ রাখতে হয়েছে বলে দাবি তৎকালীন প্রশাসনের।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।