জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় ৩৬ লাখ টাকা প্রদান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ৩৬ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৫ শিক্ষার্থী, এক শিক্ষক ও কর্মচারীর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আহত শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপ্লব চলমান প্রক্রিয়া। দেশ গঠনের এখনো অনেক কাজ বাকি। আশা করি আন্দোলনে অবদান রাখা সকলে মিলে ঐক্য তৈরির মাধ্যমে আমাদের পথ দেখাবে। জুলাই-আগস্ট আন্দোলনে ঐক্যের মাধ্যমেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, কম্পট্রোলার ও চিফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।
সৈকত ইসলাম/এএইচ/জেআইএম