চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রশ্ন ফাঁস, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার নিজে এসে পরীক্ষা স্থগিত করেন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল ২৩ অক্টোবর। আজ ওই বিভাগের সিএজে ৪১৯, কমপ্রিহেনসিভ কোর্সের পরীক্ষা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি উড়ো চিঠি আসে। চিঠিতে একজন শিক্ষক তার অনুগত শিক্ষার্থীকে সব বিষয়ের প্রশ্ন সরবরাহ করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি আজকের পরীক্ষার প্রশ্নও দেওয়া হয়।

অভিযোগের সত্যতা নির্ণয়ের জন্য ওই প্রশ্নপত্র নিয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আলাউদ্দিন মজুমদার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসেন। দেখা যায়, উড়ো চিঠিতে দেওয়া প্রশ্নের সঙ্গে আজকের প্রশ্নের হুবহু মিল। এরপর উপাচার্য তাৎক্ষণিক সব পরীক্ষা স্থগিত করার আদেশ দেন।

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রওশন আক্তার বলেন, পরীক্ষা কমিটি সুপারিশ করেছে পরীক্ষা স্থগিত করার জন্য। আমরা জরুরি একাডেমিক কমিটি করে পরীক্ষাটি স্থগিত করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।

এ বিষয়ে জানতে চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আজগরকে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

চবি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিষয়টি সুরাহা করার জন্য জরুরি সিন্ডিকেট ডেকেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ জুনাইদ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।