জাবি ভর্তি পরীক্ষা

সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি, বাতিল মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে।

পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে এবার থাকছে না বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি আরও জানান, পরবর্তী সভায় পোষ্যসহ অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবছর প্রত্যেক অনুষদ এবং ইন্সটিটিউটে আলাদা আলাদা পরীক্ষা নেওয়ায় মোট ১০ ইউনিটে পরীক্ষা হবে।

সৈকত ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।