জাবিতে বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের অন্যতম প্রধান খেলোয়াড় (জাতীয় দলের অনূর্ধ্ব-২৩) খেলোয়াড় মাহমুদুল হাসান কিরনকে কটাক্ষ করে অশালীন ও বর্ণবাদী ভাষায় বিশেষ প্ল্যাকার্ড প্রদর্শন করার প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‍্যালি নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যে (শিক্ষা) কাছে প্রতিবাদলিপি দেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এমন বর্ণবাদী আচরণের প্রতি ঘৃণা জানিয়ে ব্যক্তিগত প্রোফাইল ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে প্রতিবাদের ঝড় তোলেন তারা।

জাবিতে বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ও পরবর্তী সময়ে অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থী বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি উচ্চ শিক্ষা এবং সুশিক্ষা নিতে। আমরা এখানে বর্ণবাদ কিংবা কোনো ধরনের বৈষম্যমূলক কার্যক্রম শিখতে কিংবা শিক্ষা দিতে আসিনি। আমরা কোনো ধরনের ফ্যাসিজম, র‍্যাসিজম ধারণ করবো না। আমরা এটিকে ঘৃণা করি।

প্রতিবাদলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বর্ণবাদী আচরণ অপ্রত্যাশিত। আমরা মনে করি, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে বর্ণবাদের কোনো স্থান নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের এমন আচরণের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাই।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।