খেলার মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

ক্রিকেট খেলার সময় স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান সিয়াম আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন।

খোঁজ নিয়ে জানা যায়, ক্রিকেট খেলার সময় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এরই মধ্যে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মনির হোসেন মাহিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।