ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সাউন্ড বক্স বাজানো নিষেধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

শব্দদূষণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভেতরে অনুমতি ছাড়া সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনে প্রক্টরের লিখিত অনুমতি নিয়ে এগুলো ব্যবহার করা যাবে। রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে শব্দদূষণ রোধে যে কোনো ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাউন্ড অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের লিখিত অনুমতি নিতে হবে।

এদিকে শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ ও সংগঠনের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হয়। এছাড়া ক্লাস চলাকালীন মাইক বাজানো হয়। এতে ক্লাস থাকা শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়া শব্দদূষণ তো হচ্ছেই। এজন্য অনুমতি ছাড়া কেউ যেন আর সাউন্ড বক্স বা মাইক ব্যবহার না করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

মুনজুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।