জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১১ মে ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

এ লক্ষ্যে গত সোমবার রাজধানীর রমনাস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে ১ম মত বিনিময় সভায় অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র তৈরি ও কর্মপন্থা নির্ধারণ, সদস্য ফি, কমিটির ধরণ ও মেয়াদসহ বিভিন্ন করণীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বারের সভাপতি অ্যাডভুকেট নজিবুল্লাহ হিরু।

জবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হেদায়েত স্বপন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রেস-সচিব নুরে আলম মিনা, প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার খোরশেদ আলম, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, জবি ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম রিপন।

আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, সেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার,  আওয়ামী লীগের সহ-সম্পাদক তৌফিদুল ইসলাম বুলবুল, সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন প্রমুখ।

এবিষয়ে, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মাত্র ১০ বছরের। কিন্তু জগন্নাথ কলেজের ইতিহাস দেড়শ বছরেরও বেশি। কলেজের শিক্ষার্থীদেরকে একত্রিত করতে পারলে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন হবে এটি।

প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার খোরশেদ আলম বলেন, তৎকালীন জগন্নাথ কলেজ ও বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সব শিক্ষার্থীদের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, যে সকল সাবেক শিক্ষার্থীর কমপক্ষে একটি মাত্র সার্টিফিকেট আছে, তারাও অ্যালামনাইয়ের সদস্য হতে পারবেন। আগামী দুই মাসের মধ্যে সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করার হবে বলে।

উল্লেখ্য, জবি অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন গঠনে সার্বিক সহযোগিতা করছেন জবি শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন, জবি ছাত্রকল্যাণ উপদেষ্টা শফিকুল ইসলাম।

এসএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।