শহীদ মিলনের স্মৃতিতে ছাত্রদলের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৭ নভেম্বর ২০২৪

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান জানান সংগঠনটির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে একটি মিছিল নিয়ে ঢাবির রাজু ভাস্কর্য সংলগ্ন ডা. মিলন স্মৃতি চত্বরে এসে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে জড়ো হয় তারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ডা. মিলন আমাদের শিখিয়ে গেছেন কীভাবে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। ডা. মিলনের জীবনের বিনিময়ে যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষা কাজে লাগিয়ে সামনের দিনে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুসংহত নেতৃত্বে দেশকে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে।

প্রতি বছর ২৭ নভেম্বর বাংলাদেশে শহীদ ডা. মিলন দিবস পালিত হয়। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর স্বৈরশাসনবিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। এই শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ সাল থেকে প্রতি বছর শহীদ ডা. মিলন দিবস পালিত হয়ে আসছে। ডা. মিলনের মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।

এমএইচএ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।