চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের হামলায় আইনজীবী আলিফ নিহতের ঘটনার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বুয়েটের বিভিন্ন হল থেকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর সেখান থেকে একটি মিছিল নিয়ে পলাশী-কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এরপর মিছিলটি আবারও ভিসি চত্বর-ফুলার রোড হয়ে বুয়েট ক্যাম্পাসে ফিরে যায়।

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এ সময় বুয়েটের শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন:

সংক্ষিপ্ত সমাবেশে বুয়েট মেকানিক্যাল-২০ ব্যাচের শিক্ষার্থী মাহিনুর রহমান বলেন, আজ চট্টগ্রামে আমাদের মুসলমান ধর্মের অ্যাডভোকেট সাইফুর ভাইকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনায় আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আবরার ফাহাদ ভাই ২০১৯ সালে রক্ত দিয়ে যে প্রতিবাদ জানিয়ে গেছে এখনো বাংলাদেশ থেকে সেই আগ্রাসন যায়নি।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই দাবিতে বুধবার দুপুরে আমরা বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করবো।

এমএইচএ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।