রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ক্লাবের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ক্রিয়েটিভ স্পোর্টস ব্র্যান্ড ওয়্যারিক্স।

প্রতিযোগিতায় শিক্ষার্থী ও গবেষকরা তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করতে পারবে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি করা এবং বিভিন্ন সামাজিক, পরিবেশগত, বৈজ্ঞানিক ও মানবিক সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা।

পোস্টারের বিষয় হিসেবে প্রতিযোগিতায় অ্যাকাডেমিক গবেষণার জন্য কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় এবং বিজ্ঞান ও প্রকৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সাধারণ থিমের মধ্যে রয়েছে পরিবেশগত চ্যালেঞ্জ, সামাজিক সমস্যা, বৈশ্বিক সমস্যা, কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও নৈতিকতা, এবং মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার।

প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার টাকা। প্রতি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়নকে আড়াই হাজার টাকা, প্রথম রানার আপকে দেড় হাজার টাকা ও দ্বিতীয় রানারআপকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ২৫ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। পোস্টার জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। নির্বাচিত পোস্টারগুলোর তালিকা ১২ ডিসেম্বর জানানো হবে। চূড়ান্ত উপস্থাপনা ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়্যারিক্স। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, অনলাইন মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম, আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে অপর্চুনিটি পয়েন্ট, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস এবং সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরইউ ইনসাইডার্স।

মনির হোসেন মাহিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।