ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাবোফোবিয়া নিয়ে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘হিজাবোফোবিয়া: দৃষ্টির আড়ালে ফ্যাসিবাদের চিত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘প্রোটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিইউ’ শীর্ষক একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।

এতে সংগঠনের উদ্যোক্তা জামাল উদ্দিন মুহম্মদ খালিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবায়ের মুহাম্মাদ ইহসানুল হক, লেখক ও বুদ্ধিজীবী মুসা আল হাফিজ, মনোচিকিৎসক, প্রাবন্ধিক ডা. ফাহমিদুর রহমান, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, পাওয়ার চায়নার লিগ্যাল কনসালট্যান্ট মাওলানা নাঈমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোক্তা মেহদি হাসান, ড্রিমারের সভানেত্রী রাফিয়া সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি প্রমুখ।

সেমিনারে বক্তারা হিজাবোফোবিয়াকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, হিজাবোফোবিয়া হচ্ছে মূলত পশ্চিমা নারীবাদের একটি ফর্মেশন। পশ্চিমারা নিজেদের সুপিরিয়র মনে করে। যার কারণে তারা তাদের আদর্শ, ধ্যান-ধারণা সবার ওপর চাপিয়ে দিতে চায়। তারা নারীদের যেভাবে দেখে তারা ভাবে, বাকিরাও এভাবেই দেখতে বাধ্য।

বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হিজাবোফোবিয়া কেন থাকবে? কেন আমাদের এখানে আজ হিজাবোফোবিয়া নিয়ে সেমিনার করতে হচ্ছে। আধুনিকতার কথা বলে হিজাবোফোবিয়া ছড়ানো হচ্ছে। কিন্তু আধুনিকতার অন্যতম ভিত্তিই তো ফ্রিডম অব চয়েজ। তাহলে কেউ যদি হিজাব-নিকাব পরতে চায় তাকে আধুনিক না বলে তার ওপর নিপীড়ন কেন হবে?

সেমিনারে বক্তারা অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সমস্ত ক্ষেত্রেই হিজাবোফোবিয়া বন্ধ করে পোশাকের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান।

এমএইচএ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।