গুচ্ছ থেকে বের হতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি প্রক্রিয়া আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন তারা। এরপর ক্যাম্পাসে বিভিন্ন সড়কে গুচ্ছবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় বক্তব্য দেন হাফিজুর রহমান, আসাদুল্লাহ আল গালিব, মোস্তাফিজুর রহমান, ফয়সাল হোসেন ও রিমকাতুল রাশেদ অথৈ প্রমুখ।

বক্তারা বলেন, গোটা বাংলাদেশে ভর্তি প্রক্রিয়াকে সহজ করার জন্য ও শিক্ষার্থীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য গুচ্ছ ভর্তি পদ্ধতির উত্থান হয়েছিল। আমরা সবাই ওই সময় গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু গুচ্ছের তিন বছরের অভিজ্ঞতা বলে, গুচ্ছ যে উদ্দেশ্যে যাত্রা করেছিল, সে উদ্দেশ্য তো পূরণ করতে পারেনি, বরং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ গুচ্ছের কারণে বিশ্ববিদ্যালয়ের মেধা যাচাইয়ের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। গত বছর গুচ্ছ কমিটি যখন দেখেছে, তাদের ভর্তি প্রক্রিয়া যথাসময়ে সমাপ্ত করতে পারেনি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা রয়েছে, তখন তারা নিজেরাই বলেছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ভর্তি প্রক্রিয়া চালু রাখা সম্ভব না। একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রক্রিয়া তারা গঠন করতে চায়।

বক্তব্যে আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা কোনো টেস্টিং কিট না, আপনারা এভাবে আমাদের নিয়ে খেলা করতে পারেন না। আপনারা যদি কোনো স্বাধীন, স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া চালু করতে চান, আপনারা আগে ওটা নিয়ে গবেষণা, পাইলট প্রজেক্টিং করেন। সব দাঁড় করানোর পর আপনারা এটা বাস্তবায়ন করবেন। তার আগে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার ব্যবস্থা করে দেন।

এর আগে ১০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে গুচ্ছ থেকে বের হওয়াসহ পাঁচটি দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা।

না্ঈম আহমদ শুভ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।