ক্যাম্পাসে বসে মাদক সেবন, নারীসহ চারজনকে পুলিশে সোপর্দ
ক্যাম্পাসে বসে মাদক সেবনকালে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রক্টরিয়াল বডি আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন- সিয়াম চৌধুরী (১৯), আশিকুল ইসলাম সৈকত (১৯), শুভ (১৯) ও আরিনা (২০)। তারা সবাই গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা।
জানা গেছে, রাত ১১টার দিকে চার বহিরাগত বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশের এলাকায় বসে গাঁজা সেবন করছিলেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়। পরে তাদের গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, রাতে উপাচার্যের বাসভবনের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা তাদের দেখতে পাই। প্রথমে মনে হয়েছিল তারা শুধু বসে আছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম তারা মাদক সেবন করছে।
তিনি আরও বলেন, ‘তারা মাদকসহ আটক হয়েছে, তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশে সোপর্দ করেছি। আমরা মাদকবিরোধী কঠোর অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও তা বজায় রাখবো।’
আশিক জামান অভি/এফএ/এএসএম