ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাবি অধ্যাপক সফিকুন্নবী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২০ নভেম্বর ২০২৪

সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিল্লি সাহিত্য একাডেমি অডিটোরিয়ামে তাকে এ ফেলোশিপ দেওয়া হয়। এই ফেলোশিপ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্য থেকে প্রতিবছর একজন বিশিষ্টজনকে দেওয়া হয়।

বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সামাদী নিজেই। চতুর্থ বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।

ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাবি অধ্যাপক সফিকুন্নবী

পিএইচডিতে মুন্সী প্রেমচাঁদ ও শরৎচন্দ্রের তুলনামূলক স্টাডি করেছেন অধ্যাপক সামাদী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের গান নিয়েও কাজ করেছেন তিনি। উর্দু ও হিন্দি থেকে প্রায় ২০টি বই অনুবাদ করেছেন।

অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমাকে যে কাজের জন্য পুরস্কারটা দেওয়া হয়েছে তার প্রতি আরও দায়িত্ব বেড়ে গেছে। যতদিন সামর্থ্য থাকে ততদিন কাজ করে যেতে হবে।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।