আফসানার মৃত্যু

গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ নভেম্বর ২০২৪

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসের অভ্যন্তরে নবীন শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের নবীন শিক্ষার্থীরা।

বুধবার (২০নভেম্বর) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। প্রধান ফটক ছাড়াও প্রান্তিক গেটেও তালা দেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ বলেন, ‘সকালে এসে শিক্ষার্থীরা গেটে তালা মেরে গিয়েছে। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দিইনি।’

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকাল প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে আমাদের দাবিগুলো পূরণের জন্য, এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবো এবং সিনিয়র সব ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান জানাবো।’

সৈকত ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।