শিক্ষার্থীর মৃত্যুতে জাবিতে একদিনের শোক, কর্মকর্তা বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২০ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে আবহেলার কারণে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসে শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এক অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে উদ্ভূত পরিস্থিতিতে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এমেইট-১) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেক অফিস আদেশে বলা হয়, বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈকত ইসলাম/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।