জাবিতে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পৃথক জায়গায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা।
আক্রান্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার, টারজান পয়েন্টের দোকানি জব্বার মিয়া ও আনসার সদস্য অজয় হাওলাদার।
খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্তদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত, পা–সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় শিয়ালটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হলের পাশে এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ–সংলগ্ন জায়গায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।
আহত অজয় হালদার বলেন, রাতে আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে পায়ে কামড় দেয়। তখন আঘাত করলে আবার জঙ্গলে ভিতর চলে যায়।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালটি সম্ভবত র্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। অতি দ্রুত প্রাণীটি মেরে মাটিচাপা দিয়ে দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।
সৈকত ইসলাম/আরএইচ/এমএস