বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

মসজিদ নির্মাণে পাথরের পরিবর্তে খোয়া ব্যবহারের অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে পাথরের পরিবর্তে খোয়া (ইটের টুকরা) ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে স্থাপনার বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। তবে সমস্যার সমাধান করে দেবেন বলে জানিয়েছেন ঠিকাদার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার রানাকে। এতে ব্যয় ধরা হয় ৭২ লাখ টাকা। 

সরেজমিন দেখা যায়, নির্মাণ ত্রুটির কারণে স্থাপনার বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। ছাদ থেকে পানি পড়ায় মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী শাহরিয়ার আকিফ বলেন, পাথরের পরিবর্তে খোয়া দিয়ে ঢালাইয়ের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু ওই কাজের বিল এখনো দেওয়া হয়নি। বিল তো আমরা পাথরের দেবো না, খোয়ার দেবো।

ঠিকাদার রানা বলেন, পাথর দিয়ে ঢালাইয়ের পরিবর্তে ভালো মানের খোয়া ব্যবহার করা হয়েছে। তবে মিস্ত্রির অসচেতনতার কারণে ভবনে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা ঠিক করে দেবো।

এ বিষয়ে মসজিদ কমিটির সদস্য ও প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, বিষয়টি শুনেছি। বাকিটা সরেজমিন দেখবো এবং প্রকৌশলী দিয়ে পরীক্ষা করানো হবো। দুর্নীতি করলে কোনো ছাড় হবে না।

ফারহান সাদিক সাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।