শিক্ষকদের গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে: বাকৃবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব শিক্ষকদের ক্লাস-পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বাকৃবির ৪৩ শিক্ষককে প্রণোদনা প্রদান উপলক্ষে এক সভায় এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য এই প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে এই সভা হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।

উপাচার্য বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। বাকৃবির সব শিক্ষকদের ক্লাস-পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। আজকের গবেষণা প্রকাশনী প্রণোদনার পেছনের উদ্দেশ্যই হলো শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করা।

আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।