পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের
সবুজ ক্যাম্পাসে (জাবি) পাখিদের নিরাপদ আবাস্থল নিশ্চিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পাখিদের বিচরণ বেশি এমন গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় প্রায় অর্ধশতাধিক হাঁড়ি স্থাপন করেন সংগঠনটির নেতারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি লেকের পাড়, পুরাতন রেজিস্ট্রার ভবন, ট্রান্সপোর্ট ও চৌরঙ্গী এলাকার গাছগুলোতে হাঁড়িগুলো স্থাপন করেন তারা।
এই কর্মসূচি সম্পর্কে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পশুপাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে ভবন তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেকক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরির জন্য শাখা ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।
ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, জাবি ছাত্রদল সবসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কল্যাণসংশ্লিষ্ট যে কোনো বিষয়কে প্রাধান্য দেয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায়ও ছাত্রদল কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের অংশ হিসেবে পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টি, শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে এসব মাটির হাঁড়ি।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহান প্রমুখ।
সৈকত ইসলাম/জেডএইচ/এমএস