জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

ভুয়া পিএইচডি ডিগ্রি দিয়ে নিয়োগ, বাগিয়েছেন কোষাধ্যক্ষ পদও

আল-আমিন হাসান আদিব
আল-আমিন হাসান আদিব আল-আমিন হাসান আদিব , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৪
মো. মোয়াজ্জেম হোসেন মিয়া

নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রি দিয়ে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগে নিয়োগ পান মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। বিজ্ঞপ্তির কোনো শর্তই পূরণ না করে ভুয়া ডিগ্রি নিয়ে ‘অধ্যাপক’ বনে যান তিনি। শুধু তাই নয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও পরে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদও বাগিয়ে নেন মোয়াজ্জেম হোসেন।

তার এই জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে নিয়োগ বাগিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তেও। ইউজিসির গঠিত চার সদস্যের তদন্ত কমিটি চলতি বছরের ২৭ জুন এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইউজিসি।

তদন্ত প্রতিবেদনে মোয়াজ্জেম হোসেন মিয়ার নিয়োগ বাতিল এবং কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অবস্থা ‘খুবই করুণ’ ও ‘শোচনীয়’ উল্লেখ করে সার্বিক অবস্থা পর্যালোচনায় কমিটি গঠনের সুপারিশও করা হয়।

ইউজিসি সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মিয়ার বিরুদ্ধে ইউজিসিতে লিখিত অভিযোগ জমা পড়ে। একই বছরের ২৬ অক্টোবর অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে ইউজিসি। এতে আহ্বায়ক ছিলেন ইউজিসির তৎকালীন সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। বাকি তিন সদস্য হলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ ও উপ-পরিচালক রাবেয়া খন্দকার। তাছাড়া সদস্যসচিব ছিলেন একই বিভাগের সহকারী পরিচালক মো. মুহিব্বুল্লাহ। কমিটির সদস্যরা সরেজমিন বিশ্ববিদ্যালয়ে যান এবং অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথাও বলেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ২৭ জুন চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন মিয়া জার্মান ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ার আগে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে নিয়োগ পান। অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব যোগ্যতা, শর্ত ও অভিজ্ঞতার উল্লেখ ছিল; তার জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে দেখা গেছে, তাতে কোনো শর্তই পূরণ করে না। পিএইচডি ডিগ্রির বিষয়ে কমিটির সদস্যদের কাছে খোদ মোয়াজ্জেম হোসেন স্বীকার করেন যে, তার পিএইচডি ডিগ্রিটি ব্যবহার করা উচিত হয়নি। তিনি জানতেন না যে প্রতিষ্ঠানটি ভুয়া। অথচ ওই প্রতিষ্ঠান সম্পর্কে আগেই পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে অবগত করেছিল ইউজিসি।

এদিকে, মোয়াজ্জেম হোসেনের যেসব প্রকাশনা রয়েছে, তার কোনোটিই দেশীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত নয়। কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধকে প্রকাশনা হিসেবে দেখিয়েছেন তিনি। তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাজীবনে প্রথম বিভাগ বা শ্রেণির কথা উল্লেখ থাকলেও মোয়াজ্জেম হোসেনের কোনো স্তরেই প্রথম বিভাগ বা শ্রেণি নেই।

নিয়োগ বোর্ডের সব নথিপত্র ‘গায়েব’

মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বোর্ডের নথিপত্র চেয়েও পায়নি ইউজিসি। ২০১৮ সালের ৪ ডিসেম্বর নিয়োগ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দীন। জালিয়াতি ও যোগ্যতা না থাকলেও কেন মোয়াজ্জেমকে নিয়োগ দেওয়া হয়েছিল, জানতে চাইলে তদন্ত কমিটিকে তৎকালীন উপাচার্য জানান, ‘সভায় সর্বসম্মতিক্রমে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল’।

তবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ অনুযায়ী নিয়োগের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ থাকলেও সে সংক্রান্ত কোনো তথ্য বা নথি তদন্ত কমিটিকে দেখাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া নিয়োগ বোর্ডে সদস্যদের উপস্থিতির স্বাক্ষর সংবলিত নথি, নিয়োগের বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়েছে কি না; তার নথি চেয়েও পায়নি ইউজিসির তদন্ত কমিটি।

জাল নথি-কাগজপত্র তৈরিতে ‘সিদ্ধহস্ত’ মোয়াজ্জেম

ইউজিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিজের স্বার্থসিদ্ধির জন্য যখন যা প্রয়োজন, সে অনুযায়ী কাগজপত্র ও নথি তৈরি করেছেন মোয়াজ্জেম হোসেন। অধ্যাপক পদে নিয়োগের জন্য পিএইচডি ডিগ্রি প্রয়োজন থাকায় তিনি নিজের নামের আগে ডক্টরেট উল্লেখ করে আবেদন করেছেন। আবার যখন ট্রেজারার পদে নিয়োগে ‘ডক্টরেট’ ডিগ্রির প্রয়োজন নেই, তখন নামের আগে ‘ডক্টরেট’ বাদ দিয়েছেন।

তাছাড়া ট্রেজারার পদের জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে তিনি সরকারি জিবিজি কলেজে ১৯৮৫-২০০৬ সাল পর্যন্ত ‘প্রভাষক’, ‘সহকারী অধ্যাপক’ ও ‘সহযোগী অধ্যাপক’ পদে কর্মরত ছিলেন বলে উল্লেখ করেন। অথচ অধ্যাপক পদের জন্য দেওয়া জীবনবৃত্তান্তে তিনি জিবিজি ইউনিভার্সিটি কলেজ, টাঙ্গাইলে ১৯৮৫-২০০৭ সাল পর্যন্ত ‘সহকারী অধ্যাপক’ পদে কর্মরত ছিলেন বলে উল্লেখ করেন। এ চতুরতার আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত কমিটির কাছে যথাযথ জবাব দিতে ব্যর্থও হয়েছেন মোয়াজ্জেম।

তদন্ত কমিটির প্রধান ও ইউজিসির তৎকালীন সদস্য অধ্যাপক ড. হাসিনা খান জাগো নিউজকে বলেন, ‘আমরা তদন্ত করে মোয়াজ্জেম হোসেন মিয়ার অধ্যাপক পদে নিয়োগ, ট্রেজারার পদে নিয়োগ; কোনোটারই বৈধতা পাইনি। তার পিএইচডি ডিগ্রিটি ভুয়া প্রতিষ্ঠান থেকে নেওয়া। তিনি একেক সময় একেক স্টাইলে নাম লিখেছেন, এটা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। তিনি যেমন চতুর, তেমনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনিয়ম করেছে। এজন্য তার নিয়োগ বাতিলের পাশাপাশি আমরা জার্মান ইউনিভার্সিটির সার্বিক অবস্থা পর্যালোচনায় আরেকটি কমিটি করতে সুপারিশ করেছিলাম। এটা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

ইউজিসির তদন্ত প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো নিয়ে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, ‘তদন্ত হয়েছে শুনেছি। তদন্ত প্রতিবেদনটি নিয়ম অনুযায়ী আমার কাছেও আসার কথা। আমি প্রতিবেদন এখনো পাইনি। প্রতিবেদন হাতে না পেলে এ নিয়ে কথা বলতে পারবো না।’

তবে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম ইকবাল হোসেন তদন্ত প্রতিবেদন দেখেছেন বলে জানিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এএএইচ/এসএইচ/এমএমএআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।