ইবিতে পলিথিনমুক্ত ক্যাম্পাসের জন্য পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পরিবেশবাদী যুবসংগঠন ‘গ্রিন ভয়েস’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালন করে সংগঠনটির অর্ধ শতাধিক সদস্য।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, বটতলা, ঝাল চত্বর, আমবাগান, জিয়া মোড়, প্রশাসন ভবন ও বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন এবং অপচনশীন আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন।

সংগঠনের সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমাদের কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়ে থাকা পলিথিন বা অপচনশীল দ্রব্যগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা ১০টি টিমে ভাগ হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভিসি বাংলো এবং জিয়ামোড় এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি। পরে আমরা সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিয়েছি।

ইবিতে পলিথিনমুক্ত ক্যাম্পাসের জন্য পরিচ্ছন্নতা অভিযান

তিনি আরও বলেন, আমরা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে দেখেছি আমাদের ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে তারা যেনো বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করে।

সংগঠনটির সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষার কাজ করা। আমাদের নিজেদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে সফলতা অর্জন করেছি, ঠিক একইভাবে একতাবদ্ধ হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।

সংগঠনের উপদেষ্টা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেটা ইকোসিস্টেমের যুগ। আমরা আজকে এখানে পরিচ্ছন্ন অভিযানে এসেছি অথচ আমরাই এগুলো অপরিচ্ছন্ন করে রাখি। আমরা পলিথিন ইউজ করার সময় যদি একটু বুদ্ধি করে ইউজ করি তাহলে সুন্দর একটা পরিবেশ গড়তে পারবো।

মুনজুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।