শ্লীলতাহানির অভিযোগ

ঠিকানা পরিবহনের ১১ বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছে তার সহপাঠীরা। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশন থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটলে সহপাঠীরা বাস আটকাতে শুরু করে।

অভিযোগে তিনি বলেন, রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার সময় হেলপার আপত্তিকরভাবে স্পর্শ করে। তাৎক্ষণিক জিজ্ঞাসা করলে তিনি বলে- ইচ্ছাকৃত এ কাজ করিনি। ১০ মিনিট পর ডেইরি গেটে নেমে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সৈকত ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।