৩ দফা দাবিতে জবিতে শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসননিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে এ আন্দোলনে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।

দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷ এরপর দুপুর ১টায় নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে তালা খুলে দেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস বলেন, প্রশাসন বার বার শুধু আমাদের আশ্বাস দিচ্ছে। স্বাধীন দেশে অধিকার পাওয়ার জন্য বার বার যদি আন্দোলন করতে হয় তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা।

আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন এসি রুমে বসে থাকে আর জগন্নাথের শিক্ষার্থীরা কষ্ট করে।

এসময় আন্দোলনকারীরা জানান, কাল থেকে প্রতিটি বিভাগের ক্লাসে ক্লাসে ক্যাম্পেইন ও জনমত গঠন করার কর্মসূচি রয়েছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১। স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।

২। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।

৩। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরোনো ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে।

আরএএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।