প্রথমবারের মতো বেরোবির হলে মসজিদের মাইকে বেজে উঠলো আজান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ নভেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে রোববার (৩ নভেম্বর) প্রথমবারের মতো মাইক ব্যবহার করে আজান দেওয়া হয়েছে। এতে আনন্দ প্রকাশ করেছেন হলের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর এটি একটি নতুন উদ্যোগ। বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান প্রথমবারের মতো মাইকের মাধ্যমে প্রচারিত হয়।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাইকে আজান দেওয়ার সুযোগ ছিল না বলে হল সূত্রে জানা যায়। বিগত ১৬ বছরে ছাত্রলীগের আধিপত্য চলছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে।

আবাসিক হলের শিক্ষার্থী মেহেদী জানান, হলে বা কেন্দ্রীয় মসজিদে কেউ নামাজ আদায় করলে তাকে শিবির ট্যাগ দিয়ে নানা রকম হুমকি, নির্যাতন করা হতো। তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেতো না কেউ।

শাওন নামে আরেক শিক্ষার্থী বলেন, নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে স্বৈরাচারী সরকারের সময়। সেই সময় নামাজ আদায় করলে শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো। এখন হলের এই পরিবর্তনে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, এটি খুব প্রয়োজন ছিল এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ফারহান সাদিক সাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।