নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০১ নভেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের জামিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, রাবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল হক, সংগঠনটির আরেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, ক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাকিব ও আসাদুল্লাহ গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম নেহালসহ ক্লাবের সব সদস্য।

অনুষ্ঠানে রাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার বলেন, তিনটা জিনিসকে গুরুত্ব দিতে হবে জ্ঞান, দক্ষতা এবং ভ্যালুজ। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা প্রশাসন সর্বোচ্চ সাহায্য করব। তোমরা সব আইন-কানুনগুলো রপ্ত করবে। কেননা তথ্যের পূর্ণাঙ্গতা অবশ্যই থাকতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে সিরিয়াসনেস থাকা জরুরি। তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে এটাই কামনা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক নবীনদের উদ্দেশ্য বলেন, তোমরাই এ জাতির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। আমি আমার জীবনকে কীভাবে পরিবর্তন করব এই প্রশ্নকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এখানে আমরাই জাতির পরিবর্তন করবো। একজন সাংবাদিক সমাজের অন্যায় অবিচার নিয়ে প্রশ্ন করবে।

প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, চতুর্থ বিপ্লবকে সামনে রেখে আমরা নিজেদের কতটুকু প্রস্তুত করতে পেরেছি? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্র। কিন্তু জনসংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম। সে ক্ষেত্রে এই বৃহৎ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের মতো শিক্ষার্থীরাই পারবে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।

ক্লাব সভাপতি জুবায়ের জামিল নবীন শিক্ষার্থীদের প্রেস ক্লাবে আসার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে পারে। রাবি প্রেস ক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের ‘ওয়াচ টাওয়ার’ হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সমালোচনা, সিনেট, সিন্ডিকেট, বিভিন্ন বিভাগসহ বিস্তর বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে। যা একজন সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে জানা খুবই প্রয়োজনীয়। প্রেস ক্লাব নবীন শিক্ষার্থীদের হাতে-কলমে এসব বিষয় শিক্ষা দিয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, নিজেদের বিকশিত করার জন্য সাংবাদিকতা একটা বড় সুযোগ। রাষ্ট্রের দর্পণ আর অন্যতম স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। ক্যাম্পাসে সাংবাদিকরা একটা স্টেকহোল্ডার হিসেবে কাজ করে। পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতাও অর্জন হবে এখানে।

মনির হোসেন মাহিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।