জাবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শামছুল আলম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরবগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মো. শামছুল আলম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক শামছুল আলমকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। ১ নভেম্বর থেকে আদেশ কার্যকর হবে।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক শামছুল আলম বলেন, অটোমেশন সিস্টেম না থাকায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অটোমেশনে অগ্রাধিকার থাকবে।

সৈকত ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।