শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে এখনো ১২৬ আসন খালি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে এখনো ১২৬টি আসন খালি রয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাবিপ্রবিতে মোট আসন রয়েছে ১৬৭১টি। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ১৫৬৬টি এবং কোটাধারীদের জন্য ১০৫টি। এরই মধ্যে ১৬০৯ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এর মধ্যে ১৪৮৬ জন সাধারণ শিক্ষার্থী ও ৫৯ জন কোটাধারী শিক্ষার্থীসহ সর্বমোট ১৫৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৮০টি সাধারণ ও ৪৬টি কোটার আসন খালি রয়েছে।
তিনি আরও বলেন, কৃষিগুচ্ছের প্রথমধাপের ভর্তির পর আমরা আসন সম্পূর্ণ করতে আবারও শিক্ষার্থীদের ডাকবো। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ভর্তির নির্ধারিত সময় শিক্ষার্থীদের জানিয়ে দেবো।
নাঈম আহমদ শুভ/এমআরএম