শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে এখনও ১২৬ আসন খালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:৩১ এএম, ৩১ অক্টোবর ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে এখনও ১২৬টি আসন খালি রয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাবিপ্রবিতে মোট আসন রয়েছে ১৬৭১টি। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ১৫৬৬টি এবং কোটাধারীদের জন্য ১০৫টি আসন রয়েছে। এরই মধ্যে ১৬০৯ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এর মধ্যে ১৪৮৬ জন সাধারণ শিক্ষার্থী ও ৫৯ জন কোটাধারী শিক্ষার্থীসহ সর্বমোট ১৫৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৮০টি সাধারণ ও ৪৬টি কোটার আসন খালি রয়েছে।

তিনি আরও বলেন, কৃষিগুচ্ছের প্রথমধাপের ভর্তির পর আমরা আসন সম্পূর্ণ করতে আবারো শিক্ষার্থীদের ডাকবো। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ভর্তির নির্ধারিত সময় শিক্ষার্থীদের জানিয়ে দেব।

নাঈম আহমদ শুভ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।