চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:০২ এএম, ৩১ অক্টোবর ২০২৪
ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্পাসে পেয়ে এই নেতাকে মারধর করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আটক নেতার নাম ফাহিম হোসাইন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপগ্রুপ সিক্সটি নাইনের নেতা। ফাহিম অ্যাকাউন্টিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী।

তার বিরুদ্ধে ১৫ জুলাই, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। সেদিনের ভিডিও ফুটেজে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত রাফিকে ট্রেন থেকে মারধর করে তুলে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় রাফিকে বাঁচাতে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দিকে আসে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আসলে হামলা চালায় ছাত্রলীগ। আটক ছাত্রলীগ নেতা ফাহিমসহ অন্যরা মিছিলে থাকা শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ জাগো নিউজকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলা-মারধরের অভিযোগে একজনকে আটক করে শিক্ষার্থীরা পুলিশে হস্তান্তর করে। তাকে ১৫ জুলাই হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

হাটহাজারী থানার ওসি (অফিসার ইনচার্জ) মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ফাহিম হোসাইনকে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা হয়েছে। সে বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। শিক্ষার্থীদের ওপর মারধরের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হবে।

আহমেদ জুনাইদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।